লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হর চন্দ্র (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদ বলেন, মরদেহর ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে।

সোমবার (১৭ মে), বিকেলে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন। এর আগে দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিন গোতামারী এলাকার ৩ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে নিহতের নাতী কান্তেশ্বর বলেন, সোমবার বেলা ১২টার দিকে আমার বাবা প্রান কৃষœ ও কাকা পবিত্রর মাঝে খড় শুকানো নিয়ে ঝগড়া লাগে। ঝগড়া শেষে বাবা ও কাকা দুজন দু-দিকে চলে যায়। এর কিছুক্ষন পর বাড়ির সামনের গোয়াল ঘরে গিয়ে দেখতে পাই আমার দাদু গলায় দড়ি বাধা অবস্থায় ঝুলে আছে। এ সময় আমি চিতকার শুরু করি। চিতকার শুনে আমার বোন লক্ষী ও প্রতিবেশী অমূল্য ছুটে আসে। দাদুকে এ অবস্থায় দেখে দড়ি থেকে নামাই।নিহতের ছোট ছেলে পবিত্র বলেন, খড় শুকানো নিয়ে বড় ভাইয়ের সাথে ঝগড়া বাধে। এ সময় সে আমাকে মারধর করে আহত করে। আমি এ সময় সেখান থেকে চিকিৎসার জন্য হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে যাই। সেখান থেকে ফিরে এসে দেখি এই অবস্থা। এ বিষয়ে জানতে চাইলে নিহতের বড় ছেলে প্রাণ কৃষœ বলেন, ছোট ভাইয়ের সাথে ঝগড়া শেষে আমি বাড়ি থেকে একটু দূরে চলে যাই। আমি এসবের কিছু জানি না।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহর গলায় দাগ রয়েছে। এছাড়া মরদেহটির ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে বলা যাবে ওনাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন।