||| দেশগাম | CHANNEL 7 TV 

এ এস্পি পরিচয় দিয়ে বিয়ে করা এক বাদাম বিক্রেতাকে আটক করেছে বগুড়া সদর থানার পুলিশ।

মোবাইলফোনে নিজেকে রংপুর রেঞ্জে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে বগুড়ার এক কলেজ ছাত্রীকে প্রেমের সম্পর্ক জড়ান পঞ্চগড়ের বাসিন্দা আবদুল আলীম।

গোপনে বিয়েও করেন। কিন্তু বিয়ের এক সপ্তাহের মাথায় এসে জানা গেলো আবদুল আলীম এএসপি নয়, পেশায় সে একজন বাদাম বিক্রেতা।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, গত ১৮ জুন আলীম বগুড়ায় ওই কলেজ ছাত্রীর বাসায় এসে তাকে বিয়ের প্রস্তাব দেয়। পুলিশে নতুন চাকরি তাই গোপনে বিয়ে করতে হবে বলে মেয়ের পরিবারকে জানালে তার কথায় বিশ্বাস করে ওই রাতেই ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ছাত্রীর পরিবার।