ইউরো কাপের চলতি আসরে আশাব্যঞ্জক ফলাফর না আসায় সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন স্পেনের তারকা ফরোয়ার্ড আলভারো মোরাতা। শুধু তাই নয় পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে বাজে পারফর্মেন্সের পর মোরাতার স্ত্রী-সন্তানদেরও রাস্তায় সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্ড মোরেনো। মোরেনোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মোরাতার কাছে। কিন্তু মোরাতাও সেটি বাইরে মেরে বসেন। আর স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মোরাতা নিজেই পেনাল্টি মিস করেন।
মোরাতা বলেছেন, গোল করতে না পারায় মানুষ সমালোচনা করবেই। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমি নয় ঘণ্টা ধরেও ঘুমাতে পারিনি। আমি আশা করব, তারা নিজেদের আমার জায়গা বসিয়ে চিন্তা করুক।