| স্পোর্টস | CHANNEL 7 TV
প্রথমার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ব্রাজিল। খেলার ১২ মিনিটে এভারটনের ক্রস পেরুর ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় বল পেয়ে যায় ম্যান সিটি উইঙ্গার গ্যাব্রিয়েল জেসুস। তার ঠেলে দেয়া বলে দুর্দান্ত ভলিতে গোল করেন অ্যালেক্স সান্দ্রো।
ম্যাচের ৬৮ মিনিটে ফ্রেডের পাস থেকে পাওয়া বল ‘ডি’ বক্সের বাহিরে থেকে জোরালো শট নেয় নেইমার। গোলকিপারকে ফাঁকি দিয়ে ওই শট চলে যায় পেরুর জালে। এরপর ৮৯ মিনিটে এভারটন ও শেষদিকে পেরুর কফিনে শেষ পেরেক পুঁতে দেন রিচারলিসন।
ম্যাচের ৬৮ মিনিটে ফ্রেডের পাস থেকে পাওয়া বল ‘ডি’ বক্সের বাহিরে থেকে জোরালো শট নেয় নেইমার। গোলকিপারকে ফাঁকি দিয়ে ওই শট চলে যায় পেরুর জালে। এরপর ৮৯ মিনিটে এভারটন ও শেষদিকে পেরুর কফিনে শেষ পেরেক পুঁতে দেন রিচারলিসন।