| টেক | CHANNEL 7 TV

প্রিমিয়াম অফার সরবরাহ করতে, ওয়ানপ্লাস একত্রিত হচ্ছে অপোর সঙ্গে। ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড হিসেবে পরিচিত `ওয়ানপ্লাস' বিগত কয়েক বছরে তাদের কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে।

বছরের শুরুতে ওপ্পোর সঙ্গে তার হার্ডওয়্যার আর অ্যান্ড ডিকে একীভূত করেছিল ওয়ানপ্লাস।এই দুই স্মার্টফোন নির্মাতা এত দিন আলাদাভাবে পরিচালিত হলেও আদতে অপো ছিল ওয়ানপ্লাসের ‘সিস্টার কনসার্ন’।

ওয়ানপ্লাস প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিট লাউ এক অফিশিয়াল ফোরাম নোটে বলেছেন, এ পদক্ষেপ তাদের ‘আরও কার্যকরী হতে’ সহায়তা করবে। এতে করে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত সফটওয়্যার আপডেট আনা সম্ভব হবে।