||| স্পোর্টস | CHANNEL 7 TV 
 
চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইনআপ। যেখানে আয়োজক ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।

অলিম্পিকো স্টেডিয়ামে রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের।অন্যদিকে, গারিঞ্চা স্টেডিয়ামে আগামী রোববার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে।