||| বাংলাদেশ | CHANNEL 7 TV 

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে তিনদিনের লকডাউন। আগামী ১ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের আগে এই লকডাউনকে দেখা হচ্ছে প্রস্তুতি হিসেবে।

সবগুলো মোড় ও চেকপোস্টে সতর্ক ও তৎপর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তায় বের হয়নি কোনো গণপরিবহন। তবে চলছে রিকশা এবং সিএনজি-অটোরিকশা।