গতকাল রোববার (২৭জুন) ইউরো ২০২০ এর শেষ ষোলোর ম্যাচে সেভিয়ার মাঠে লড়াইয়ে নামে পর্তুগাল ও বেলজিয়াম। খেলায় বারবার সুযোগ মিস করে শেষ পর্যন্ত বেলজিয়ামের সোনালী প্রজন্মের কাছে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
অন্যদিকে, কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছে গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিল। গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (২৭ জুন) দিবাগত রাত ৩টায় শুরু হওয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।