||| স্পোর্টস | CHANNEL 7 TV 

চূড়ান্ত হয়েছে ইউরোর শেষ ষোলোর লাইন আপ। যেখানে ছয় গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ মোট ১২ দলের সঙ্গে নকআউট পর্বে পা রেখেছে আরও চারটি দল।

সেরা তৃতীয় হওয়া চারটি দল হলো পতুর্গাল, ইউক্রেন, সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।আগামী ২৬, ২৭, ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে রাউন্ড অব সিক্সটিনের লড়াই।