||| স্পোর্টস | CHANNEL 7 TV

ইউরোপের ফুটবলে কোনো দলকেই যে নিপাট সেরা বলে ঘোষণা দিয়ে ফেলার সুযোগ নেই তার প্রমাণ মিললো আবারও। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ঠান্ডা রাতে ইতালির ঘাম ঝড়িয়ে তুলনামূলক দুর্বল অস্ট্রিয়া যেন এই বার্তাই দিয়ে গেলো। ইতালিকে শেষ আটের জন্য খেলতে হয়েছে ১২০ মিনিট

ইতালির টানা ১১৬৮ মিনিট গোল হজম না করা রক্ষণে ম্যাচের প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার ঢুকে পড়ে অস্ট্রিয়া। এমন প্রেসিং ফুটবলে কিছুটা হয়তো আশ্চর্যও হয়েছিলো ইতালি।

প্রথমার্ধের খেলায় বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দুই দলই। ম্যাচের ১৭ মিনিটে দারুণ এক সেভ করে অস্ট্রিয়ার জাল বাঁচান গোলকিপার ড্যানিয়েল ব্যাকমেন। প্রথম ৪৫ মিনিট দুই দলই আক্রমণ করে গেছে। তবে ডি বক্সে ঢুকে কেউ আর কাজের কাজ করতে পারেনি।

অতিরিক্ত সময়ে রবার্তো মানচিনি তার নীল সৈনিকদের কি বার্তা দিলেন তা তিনিই ভাল জানবেন। মাঠে নেমে দারুণ আক্রমণ সাজালো ইতালি। ফলও পেলো হাতেনাতে। ম্যাচের ৯৫ মিনিটে স্পিনাজ্জোলার উঁচু পাস হেড দিয়ে নামিয়ে বাম পায়ের অনবদ্য শটে গোল করলেন বদলি হিসেবে নামা ফেডেরিকো চিয়েসা। এর খানিক পরেই ইতালির হয়ে আরেক গোল করেন ৬৭ মিনিটে নিকোলো ব্যারেলার বদলে মাঠে নামা পেসিনা।