||| বাংলাদেশ | CHANNEL 7 TV
করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার সারাদেশ কঠোর লকডাউনে যাওয়ার ঘোষণা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
ফলে আগামী বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে ‘সর্বাত্মক লকডাউন’ এ যাবে সারাদেশ। এসময় লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে।