| স্পোর্টস নিউজ । CHANNEL 7 TV 

টানা ১০ জয়। অপরাজিত গত ২৯ ম্যাচ। আর টানা ১০ ম্যাচে ক্লিন শিট! পরিসংখ্যান একটি সতর্ক বার্তাই দেয় যে, এবারের ইউরোতে ইতালিকে আর রাখা যাচ্ছে না হিসাবের বাইরে।এসতাদিও অলিম্পিকোতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলের দারুণ জয়ে প্রথম দল হিসেবে ইউরোর নকআউট পর্বে উঠে গেল ইতালি।

ইতালির পাসিং আর প্রেসিং এর কোনো জবাব ছিল না সুইজারল্যান্ডের কাছে। আর বোনুচ্চি, কিয়েলিনিদের ডিফেন্স ছিল এতোই জমাট যে গোলমুখে তেমন সুবিধাই করতে পারেননি শাকিরি ও তার সতীর্থরা।ম্যাচের ৮৯ মিনিটে ল্যাজিও ফরোয়ার্ড সিরো ইমোবিলের মাটি ঘেঁষা শটটি জালে জড়ালে বড় ব্যবধানের জয় পায় নাই ইতালি।