রাজধানীর গাবতলী এলাকা থেকেই নিখোঁজ হয়েছেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান। তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন দেখে এই তথ্য নিশ্চিত হয়েছে পুলিশ।
আফছালুল আদনান ওরফে আবু ত্বহা মো. আদনান। গত ৮ জুন রাতে রংপুর পায়রা চত্বর এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সাথে ছিলেন সহকর্মী আব্দুল মুহিত আনসারী, ফিরোজ আলম ও গাড়ী চালক আমির উদ্দিন। সর্বশেষ রাত আড়াইটার দিকে ফোনে স্ত্রী সাবিকুন্নাহারের সাথে আদনানের কথা হয়। এসময় গাবতলী এলাকার লোকেশন স্ত্রীর ফোনে পাঠান আদনান।
স্বজনরা জানান, ঘটনার দিন বিকেলেই আদনানের সন্দেহ হয় কেউ তাকে অনুসরণ করছে।
তাৎক্ষণিক ভাবে রাজধানীর দারুসসালাম থানায় যোগাযোগ করলে পুলিশ জানায়, আদনানের সর্বশেষ লোকেশন দেখা গেছে রংপুরে। তাই সেখানকার পুলিশের কাছে অভিযোগ করতে বলা হয়।