| ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পানির বোতল রেখে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে, ৩৪ হাজার কোটি টাকার শেয়ারের দাম কমেছে কোকাকোলার।

স্বাস্থ্য সচেতন রোনালদো সংবাদ সম্মেলনে স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলার কোমল পানীয়র বোতল সরিয়ে রেখে পানি তুলে সামনে নিয়ে আসেন। ইশারায় বুঝিয়ে দেন কোল্ড ড্রিংসের চেয়ে পানি ভালো।

এ ঘটনার ৩০ মিনিট আগে চালু হয় ইউরোপের শেয়ারবাজার, তখন কোকাকোলার বাজারদর ছিল ৫৬.১০ ডলার, আর রোনালদো কাণ্ডের পর তা নেমে আসে ৫৫.২২ ডলারে।