
তিনি বলেন, আমি মদ খেতে বা ছিনতাই করতে গিয়েছিলাম, এটা কি কখনো সম্ভব?
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরীমনি। সন্ধ্যা ৬টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এদিকে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় সাতদিন করে ও গ্রেপ্তার বাকী তিনজন নারীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।