||| দেশগ্রাম | CHANNEL 7 TV 

কঠোর লকডাউনের মধ্যেও চুপিসারে বিয়ে করে নববধুকে নিয়ে ফেরার পথে পড়লেন পুলিশের সামনে; পরে ভ্রাম্যমাণ আদালতকে জরিমানা দিয়ে ফিরলেন বাড়ি।


গত শুক্রবার (২ জুলাই) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমা হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

বরপক্ষের লোকজন জানায়, লকডাউনে সব ধরণের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞার বিষয়টি জানলেও বিয়ের তারিখ আগেই নির্ধারিত ছিলো। পারিবারিক কিছু অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেনি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। আসার পথে তারা ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন।

সবসময় আপডেট থাকতে ডাউনলোড করুন - https://rebrand.ly/c7tvbdapp