||| ব্রাজিল চিলি | CHANNEL 7 TV
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো সেলেসাওরা। গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখার পর ব্রাজিল দশ জনের দলে পরিণত হলেও এতোটুকু প্রভাব পড়েনি তাদের খেলায়।
খেলার শুরু থেকেই দুই দলই সমানতালে আক্রমণ চালায় প্রতিপক্ষ শিবিরে। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় সেলেসাওরা। রোবের্তো ফিরমিনোর পরিবর্তে লুকাস পাকুয়েটাকে মাঠে নামান তিতে। মাঠে নেমেই স্কোর শিটে নাম তোলেন লুকাস পাকুয়েটা।সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।
সবসময় আপডেট থাকতে ডাউনলোড করুন - https://rebrand.ly/c7tvbdapp
