||| ব্রাজিল-পেরু | CHANNEL 7 TV
পেরু বাধা পেরিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে ব্রাজিল। তাই হোটেলে নেচে-গেয়ে উৎসব করেন নেইমাররা।শিরোপা জেতার পথে আর মাত্র একটি ম্যাচ। তার আগেই বাঁধভাঙা উল্লাস মেতেছে দলের সদস্যরা। পেরুর বিপক্ষে সেমিফাইনাল জিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন নেইমাররা।
পেরু বাধা পেরিয়েছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচ জয়ের নায়ক লুকাস পাকুয়েতা। তবে তাতে ছিল নেইমারের অবদানও।পেরুর বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমকে নেইমার জানান, ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে চান তিনি।
ব্রাজিল এরইমধ্যে ফাইনালের মঞ্চে। কলম্বিয়া বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনাল দ্বৈরথ জমিয়ে তুলতে পারে কিনা আলবেসেলেস্তেরা, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
পেরু বাধা পেরিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে ব্রাজিল। তাই হোটেলে নেচে-গেয়ে উৎসব করেন নেইমাররা।শিরোপা জেতার পথে আর মাত্র একটি ম্যাচ। তার আগেই বাঁধভাঙা উল্লাস মেতেছে দলের সদস্যরা। পেরুর বিপক্ষে সেমিফাইনাল জিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন নেইমাররা।
পেরু বাধা পেরিয়েছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচ জয়ের নায়ক লুকাস পাকুয়েতা। তবে তাতে ছিল নেইমারের অবদানও।পেরুর বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমকে নেইমার জানান, ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে চান তিনি।
ব্রাজিল এরইমধ্যে ফাইনালের মঞ্চে। কলম্বিয়া বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনাল দ্বৈরথ জমিয়ে তুলতে পারে কিনা আলবেসেলেস্তেরা, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।