||| বাংলাদেশ | CHANNEL 7 TV

ঢাকার আশুলিয়ার চারিগ্রামে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে ছোট গরু। নাম রাখা হয়েছে ‘রাণী’। উচ্চতা দুই ফুটেরও কম, মাত্র ২০ ইঞ্চি। ২ বছর বয়সী এই গরুটির ওজন ওজন ২৬ কেজি। এরই মধ্যে খর্বাকৃতির এই গরুর দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা।

এদিকে, বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে এরই মধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন গরুটির মালিক আশুলিয়ার চারিগ্রাম এলাকার ‘শিকড় এগ্রো লিমিটেড’। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে সবচেয়ে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।

'বক্সার ভূট্টি' জাতের এই খর্বাকৃতির গরুটির মালিক গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ফিডব্যাক জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে।