||| প্রথম লকডাউন | CHANNEL 7 TV
লকডাউন কার্যকরে সকাল থেকেই তৎপর সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য শৃঙ্খলারক্ষীবাহিনী। তৎপরতার ফলে শহরের বড় সড়কগুলো মোটামুটি ফাঁকা দেখা গেলেও মাঝে মাঝে চলতে দেখা গেছে কিছু রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা। কিছু কিছু রাস্তায় অফিস-সময়ে লোকজনের ভিড় দেখা গেছে।
সকাল থেকেই সেনাবাহিনীকে দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি নিয়ে টহলরত অবস্থায়। রাস্তায় লোকজনকে, বিশেষ করে রিকশা আরোহীদের জিজ্ঞসাবাদ করতে দেখা গেছে তাদের।
বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে লোকজনের চলাচলও। জরুরি কাজে নিয়োজিত ও শিল্প-কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হলেও পরিবহনের সংকটে ভোগান্তিতে পড়েছেন। লকডাউনের আওতামুক্ত প্রতিষ্ঠানসমূহের কর্মীদের অভিযোগ, গণপরিবহণ বন্ধ থাকায় বাধ্য হয়ে রিকশায় যেতে হচ্ছে, তার ওপর রিকশা ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ।
তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।