||| স্পোর্টস | CHANNEL 7 TV
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির শেষ দিন ছিল কাল। আজ থেকে তিনি ফ্রি এজেন্ট। যেকোনো ক্লাব চাইলেই তাঁকে নেওয়ার জন্য প্রকাশ্যে দেনদরবার শুরু করতে পারবে। গত ১৭ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বার্সার সঙ্গে মেসির চুক্তি এভাবে শেষ হলো।
৩৪ বছর বয়সী মেসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই তা নবায়ন করা নিয়ে বরাবরই আশা প্রকাশ করে আসছিল বার্সেলোনা।২০২৩ সালের জুন পর্যন্ত নাকি বার্সার সঙ্গে চুক্তি হচ্ছে মেসির। আগামী সপ্তাহে নাকি এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর এখন মেসিকে নিয়ে দুশ্চিন্তা হতেই পারে সমর্থকদের।