আজ ১৩ আগস্ট
রক্তঝরা সেই আগস্টের ১৩তম দিন আজ। ১৯৭৫ সালের ১৩ আগস্ট ছিল বুধবার। আজ থেকে প্রায় ৪৬ বছর আগে ঠিক এই দিনেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন না ভয়ঙ্কর এক বিশ্বাসঘাতকতার স্বীকার হতে হবে তাঁকে।
কবির ভাষায়-‘কাঁদো বাংলার মানুষ কাঁদো/ যদি বাঙালি হও নিঃশব্দে কাছে এসো, আরো কাছে/... এখানেই শুয়ে আছেন অনন্ত আলোয় নক্ষত্রলোকে/ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’