শিরোনাম

6/recent/ticker-posts

জন্ম চার শিশুর একসাথে, ২০ মিনিটেই মৃত্যু


রাজবাড়ীঃ 

রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতা‌লে সুমাইয়া আক্তার (২২) না‌মে এক গৃহবধুর একস‌ঙ্গে চার নবজাতক জ‌ন্মের ঘটনা ঘটেছে।তবে ২০ মি‌নিটের ম‌ধ্যেই মারা গেছে সবাই।

হাসপাতাল সু‌ত্রে জানা‌ গে‌ছে, ওই গৃহবুধ গতকাল বৃহস্প‌তিবার (১২ আগস্ট) রাজবাড়ী সদর হাসপাতা‌লের গাইনী ওয়া‌র্ডে ভ‌র্তি হন। শুক্রবার দুপুরে তার দুইটি ছে‌লে ও দুই‌টি মে‌য়ে বাচ্চা হয়। কিন্তু জন্ম নেয়ায় জ‌ন্মের ৫ থে‌কে ২০ মি‌নি‌টের মধ্যে সবগু‌লো বাচ্চা মারা যায়।