শিরোনাম

6/recent/ticker-posts

ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ব্রাজিল


ব্রাজিল 

অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে অতিরিক্ত সময়ে স্পেনকে হারিয়ে সোনা জিতেছে ব্রাজিল। শনিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রোমাঞ্চকর ম্যাচটিতে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কপাল পুড়েছে স্পেনের। ২-১ ব্যবধানে জিতে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

এর আগে ব্রাজিল-স্পেন দুটি দেশই পুরুষদের ফুটবলে অলিম্পিকে একবার করে স্বর্ণ জিতেছিল। কিন্তু দুটি দেশই নিজের দেশের মাটিতে স্বর্ণ জেতে। এবারই প্রথম দেশের বাইরে পুরুষদের ফুটবলে অলিম্পিকে স্বর্ণ জয় করল ব্রাজিল।