ফারাজ
ঢাকার গুলশানের হলি আর্টিজানে মর্মান্তিক হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ নামে বলিউডে সিনেমা নির্মিত হতে যাচ্ছে। তথ্যটি জানিয়েছে ভারতের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ।
সিনেমাটির মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুরের। এটি পরিচালনা করছেন ‘স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি’ খ্যাত নির্মাতা হানসাল মেহতা। প্রযোজনায় আছেন নির্মাতা অনুভব সিনহা ও টি-সিরিজ।