সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এত বেশি বেতন-ভাতা, সুযোগ-সুবিধা দেয়ার পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৮ আগস্ট) সচিবদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। এ সময় ব্যাপকহারে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে দুর্নীতির বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘দুর্নীতি একটি ব্যাধির মতো, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন সেখানেই ব্যবস্থা নিতে হবে। যারা ভাল কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে।