
স্মার্টফোন
ঘর থেকে বের হয়েছেন ঘুরতে কিংবা জরুরি কোনো কাজে। হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটি। ওয়াটার প্রুফ না হলে আংশিক কিংবা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে আপনার শখের স্মার্টফোন।
জরুরি টিপস-
এরপর শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে ফেলুন ফোন, ব্যাটারি ও সিমকার্ড। তারপর ফোনটি রেখে দিন ইলেকট্রিক বাল্বের কাছে।
১০ থেকে ১৫ মিনিটে শুকিয়ে যেতে পারে ফোনে জমে থাকা পানি। সম্ভব হলে সারারাত ফোনটি বন্ধ করে রাখুন।
আর ভেতরের সার্কিটের ক্ষতি না হলে চালু হবে আপনার ফোনটি। এমনকি স্বাভাবিকভাবেই কাজ করবে।
তবে চালু না হলে সার্ভিসিং সেন্টারে নিতে পারেন কিংবা দেখাতে পারেন পেশাদার কাউকে।
জরুরি টিপস-
এরপর শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে ফেলুন ফোন, ব্যাটারি ও সিমকার্ড। তারপর ফোনটি রেখে দিন ইলেকট্রিক বাল্বের কাছে।
১০ থেকে ১৫ মিনিটে শুকিয়ে যেতে পারে ফোনে জমে থাকা পানি। সম্ভব হলে সারারাত ফোনটি বন্ধ করে রাখুন।
আর ভেতরের সার্কিটের ক্ষতি না হলে চালু হবে আপনার ফোনটি। এমনকি স্বাভাবিকভাবেই কাজ করবে।
তবে চালু না হলে সার্ভিসিং সেন্টারে নিতে পারেন কিংবা দেখাতে পারেন পেশাদার কাউকে।