শিরোনাম

6/recent/ticker-posts

মেসি এখন শুধুই পি এস জির



মেসি পিএসজি 

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির পর ব্যক্তিগত বিমানে পরিবারসহ প্যারিসে গেছেন লিওনেল মেসি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্যারিসে পৌঁছান এই তারকা ফুটবলার।


এর মধ্যেই নেইমারও প্রিয় বন্ধুকে পাওয়ার আনন্দে ইনস্টাগ্রামে গোপন তথ্য জানিয়ে দিলেন। মেসির সঙ্গে তাঁর একটি ভিডিও ক্লিপ দিয়ে বলেছেন, আবার একসঙ্গে।



এর মধ্যে ফ্রেঞ্চ সাংবাদিক মোহামেদ বোহাফসি বলেছেন, ‘স্থানীয় সময় বেলা তিনটায় প্যারিসে নামবেন মেসি। প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মেসি।’ মেসিকে অভ্যর্থনা জানানোর জন্য লা গালিচা পেতে দেওয়া হয়েছিল। প্যারিসে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা।