শিরোনাম

6/recent/ticker-posts

৩০ নম্বর জার্সিতে দেখা যাবে মেসি কে



মেসি ৩০

এখন থেকে মেসিকে আর ‘এলএম১০’ লেখা যাবে না, লিখতে হবে ‘এলএম৩০’। কারণ যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিএসজি ঘোষণা দিলো ৩০ নাম্বার জার্সি পরেই মাঠে নামবেন মেসি।

মেসি ৩০ জার্সি নম্বর বেছে নেয়ায় অনেকেই নস্টালজিয়ায় ভেসে গিয়েছেন। কারণ ১৭ বছর আগে বার্সার সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নামার সময় মেসির জার্সি নাম্বার ছিল ৩০। পরে দুই মৌসুম ১৯ নাম্বার জার্সিও পরেছিলেন। তারপর ২০০৮ সালে ১০ নাম্বার জার্সি বেছে নিয়েছিলেন মেসি।

লিগ ওয়ানে পিএসজির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার দিবাগত রাতে। পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ ট্রাসবার্গ। গুঞ্জন আছে সেই ম্যাচেই মেসিকে প্রথমবারের মতো দেখা যাবে পিএসজির জার্সিতে।

ট্রাসবার্গের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলেছে পিএসজি। যেখানে প্যারিসিয়ান্সদের ২২ জয়ের বিপরীতে ট্রাসবার্গের জয় ৪। ড্র হয়েছে ১০টি ম্যাচ। পচেত্তিনোর মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ যে এই ম্যাচে ফেভারিটই থাকবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই।