শিরোনাম

6/recent/ticker-posts

১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায়


কোভিড ভ্যাক্সিন

কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার (১১ আগস্ট ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট নাগাদ এমিরেটস এয়ারওয়েজের একটি কার্গো বিমান টিকাগুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ টিকা দেশে এসেছে। ১৪ আগস্টের মধ্যে চীনের সিনোফার্মের আরও ২০ লাখ ৬১ হাজার টিকা দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে কোভ্যাক্সের আওতায় বৃহস্পতিবার আসবে আরও ৬১ হাজার টিকা, শুক্রবার (১৩ আগস্ট) চীন সরকার উপহারস্বরূপ পাঠাবে ১০ লাখ, আর সরকারের ক্রয় করা ১০ লাখ টিকা দেশে পৌঁছাবে শনিবার (১৪ আগস্ট)।