বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তার অনবদ্য অভিনয় দিয়ে সাফল্যের ঝুঁড়িতে রেখেছে অসংখ্য সিনেমা। এই অভিনেতা এবার শ্যুটিংয়ের মাঝে মুম্বাই ফিরেছেন বলে জানা গেছে।

জানা যায়, গত কয়েক দিন ধরেই অক্ষয় কুমারের মায়ের শারীরিক অবস্থা ভালো নেই। তাকে মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। অক্ষয় ব্যক্তিগত জীবনে খুবই মা ভক্ত, তাই মায়ের অসুস্থতার খবর জানার পর দ্রুত দেশে ফিরেন।

লন্ডনে ‘সিন্ডারেলা’ ছবির শুটিং করছিলেন এ বলিউড অভিনেতা। তার মাঝেই খবর আসে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে।