আফগানিস্তানে ক্লাসরুমে ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আলাদা রাখা হয়েছে ছেলে আর মেয়েদের বসার জায়গা।
বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পর্দা দিয়ে আড়াল তৈরি করা হয়েছে ক্লাসরুমে। কিছু জায়গায় ভিন্ন ক্লাসরুমে হয়েছে ছেলে-মেয়েদের বসার ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে ছেলে-মেয়েদের চলাফেরায় দেয়া হয়েছে বিধিনিষেধ। কাবুল, কান্দাহার, হেরাতসহ দেশটির বড় বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে এ চিত্র।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নেকাব পরে আসতে হবে। এছাড়া ছাত্রদের সঙ্গে ছাত্রীরা একসঙ্গে ক্লাস করতে পারবেন না। আর যদি করতে হয় তাহলে ক্লাসরুম পর্দা দিয়ে ভাগ করে ছাত্র ও ছাত্রীকে আলাদা বসাতে হবে।