বাংলাদেশ টাইগারস
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও রেকর্ড গড়ে হারাল বাংলাদেশ। আর এ জয়ের মধ্য দিয়ে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আরাধ্য সেই জয় খরা কাটাল সাকিব-মাহমুদউল্লাহরা।৭ উইকেটে হেসেখেলে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুভ সূচনা করলো বাংলাদেশ।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় টম লাথামের দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে হোঁচট খেলেও লক্ষ্যচ্যুত হয়নি টাইগার বাহিনী। তারপর মুশফিক ও মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ২৫ রানের জুটিতে ১৫ ওভারেই সহজ জয় পায় টাইগাররা। মুশফিকুর রহিম ১৬ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ১৪ রানে ছিলেন অপরাজিত।