জানা যায়, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তবে তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া। আগামীকাল রাজধানীর রাজারবাগ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
অপূর্বর এ বিয়ে নিয়ে শোবিজে জল্পনা-কল্পনা শুরু হয়েছে মঙ্গলবার (৩১ আগস্ট) রাত থেকেই। গুঞ্জন ছড়িয়ে পড়ে, চুপিসারে বিয়ে করছেন অপূর্ব।
যোগাযাগ করা হলে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সময় নিউজকে তিনি বলেন, ‘যা শুনেছেন তা আংশিক সত্যি। চুপিসারে বিয়ে বা গতকাল গায়েহলুদ ছিল সেটা সত্যি না। বিয়ে আগামীকাল (২ সেপ্টেম্বর) হচ্ছে, এটা সত্যি। বিয়ে তো আসলে গোপনে করা যায় না। গোপন করার চেষ্টা করলেও কখনো থাকে না। আর আমার পক্ষে তো সম্ভবই না।’