৬ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সফররত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের।

৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়লেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর নাঈম শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে টিম বাংলাদেশ। আর সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।