বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
অক্ষয় কুমার নিজেই সামাজিক মাধ্যমে মা হারানোর দুঃসংবাদটি জানিয়েছেন।
তার মায়ের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকে। মায়ের আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন তার সহকর্মীরাও।
অক্ষয় কুমার লিখেছেন, ‘তিনি ছিলেন আমার মূল। আমার অস্তিত্বের মূলকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। ওম শান্তি।’
জানা গেছে, গত কয়েক দিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন অক্ষয়ের মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাকে দেখতে লন্ডন থেকে চলে আসেন অক্ষয়।