তার পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে তিন দিন ধরে রোদেলার জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে সে ওষুধও খাচ্ছিল। কিন্তু বুধবার দুপুর ১২টার দিকে মারাত্বক শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যথায় অচেতন হয়ে পড়ায় তাকে দ্রুত মানিকগঞ্জের মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করে রিপোর্টে করোনার উপসর্গ দেখা যায়।