দেশের ৮০ শতাংশ মানুষকে ২০২২ সালের আগস্টের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আয়োজন ‘হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-নাইনটিন সামিট: এন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় করোনাকালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, ঝুঁকিপূর্ণ কর্মজীবীদের বিশেষ সুবিধা ও নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের সহযোগিতাসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

করোনা পরবর্তী ভবিষ্যতের জন্য নিজের তিনটি কর্মপরিকল্পনার কথা জানান সরকার প্রধান। ভাষণে তিনি করোনার ভ্যাকসিনকে ‘বৈশ্বিক জনস্বার্থ পণ্য’ ঘোষণার আহ্বান জানান।