আমার কাছে শয়ে শয়ে মেসেজ এসেছে, শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার জন্য
রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১
যথাযথ সময় মনে করেই আজ দেশের স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। স্কুল-কলেজ না খোলার জন্য শয়ে শয়ে বার্তা ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১১ সেপ্টেম্বর) আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষে ক্লাশ শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও বিকল্প চিন্তাও মাথায় আছে জানিয়ে দীপু মনি বলেন, ‘যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আবার আগের পদ্ধতিতে ফিরে যাব।’
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম, ১১ সেপ্টেম্বরের মধ্যে সংক্রমণের হার একেবারে ৫ শতাংশে না হলেও এর কাছাকাছি নেমে আসবে। তার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।