মডেল, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পশুপ্রেম নতুন কিছু নয়। তিনি কয়েকটি বিড়াল পোষেন। এর মধ্যে হঠাৎ করে বার্বি নামে একটি বিড়াল ছানা মারা যায়। অনেক চেষ্টা করেও মিম বিড়াল ছানাটিকে বাঁচাতে পারেননি। দুজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করেও শেষ রক্ষা হয়নি বলে মিম জানান।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিম জানান, বার্বির মৃত্যুতে তার পাঁচ মাস বয়সী অপর বিড়ালটিও একা হয়ে পড়েছে। মিম বলেন, আমার জন্য অনেক কষ্টের এটি। বিড়ালটি ছিল আমার সন্তানের মতো। ওর মৃত্যু আমাকে দিনভর কাঁদিয়েছে। এখন ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বার্বি বাসায় প্রায় সবসময় আমার সাথেই থাকতো। আমি যখন বাসায় শ্যুটের জন্য মেকআপ করতাম বার্বি আমার আশেপাশে ঘুরতো। তাতে আমি বিরক্ত হতাম না।
মিমের ধারনা, তিনি বাসায় না থাকলে বিড়ালটি বেশির ভাগ সময় তাঁর খাটের নিচে থাকত। শুক্রবার শুটিংয়ের জন্য বাইরে ছিলেন। খাওয়ানোর জন্য সহকারী খাটের নিচ থেকে বিড়ালটিকে টেনে বের করতে গিয়েই অঘটন ঘটে। এ সময় জোরে টান লেগেছে। এ কারণে হয়তো আঘাতটা নিতে পারেনি।