গত বছরের এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এক্সট্র্যাকশন সিনেমাটি বাংলাদেশিদের দর্শকদের মাঝে সৃষ্টি করে ব্যাপক আলোচনার। ঢাকার প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ক্রিস হেমসওয়র্থ। সম্প্রতি সিনেমাটির প্রযোজক জো রুশো তার ইন্সটাগ্রামে জানিয়েছেন, আসছে এক্সট্র্যাকশন ২। ইতোমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং।

আর এক্সট্র্যাকশনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়র্থ তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‌এক্সট্র্যাকশনের স্টান্ট টিমের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর সিক্যুয়েলটা খুব দ্রুত শ্যুট করতে যাচ্ছি আমরা। বিশ্বাস করুন বা না করুন এক্সট্র্যাকশনের ২য় পর্ব আরও বড় ও দুর্ধর্ষ হবে।