৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। সোমবার রাত ৯টার দিকে দেখা দেয় বিপত্তি। বিশ্বজুড়েই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা। অবশেষে মঙ্গলবার ভোর ৪টার পর চালু হয়েছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বিপত্তির জন্য ফেসবুকের পক্ষ থেকে রাউটার বিভ্রাটকে দায়ী করা হয়েছে। খবর এবিপি আনন্দের।

সোমবারই পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দরপতন ঘটে ৫ শতাংশ। যার ফলে আধাবেলায় ৬০০ কোটি ডলারের বেশি সম্পদ খোয়াতে হয়েছে মার্ক জাকারবার্গের।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এখন সচল হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমরা দুঃখিত। এসময় তিনি এও বলেন, আমি এও জানি, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় আপনারা ফেসবুকের সঙ্গে কতটা সম্পৃক্ত।