ঢাকা- সার্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় জানিয়েছে সিআইডি সূত্র।

গত শনিবার (২ অক্টোবর) দুপুরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিউনিটি জবস খাতে মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য জানা গেছে বলে জানান তিনি।

আজাদ রহমান বলেন, রিংআইডি টাকাগুলো যেন বিদেশে পাচার করতে না পারে তাই এর ব্যাংক হিসাবগুলো জব্দ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।