১৬ ঘণ্টা ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানকে। শনিবার একটি মাদক পার্টি থেকে আটক করা হয় তাকে। এর পরেই এনসিবি’র কর্মকর্তারা তাকে নিয়ে যায় তাদের দফতরে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আরিয়ান খান সেই পার্টিতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তিনি এও না-কি জানিয়েছেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এর আগে কখনও এমন কিছু গ্রহণ করেননি তিনি।

আরিয়ানকে গ্রেপ্তার দেখানোর পর জে জে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এছাড়া ওইদিন আরিয়ান ছাড়া আরও সাতজনকে আটক করা হয়েছে। তারা হলেন আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার ও গোমিত চোপড়া। শনিবার রাতের পার্টিতে তারাও ছিলেন।