আহত আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি শহরের ১ নম্বর গেটে আসলে ট্রেন লাইনে উঠে যাওয়া বাসে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে পড়ে। যানজটের কারণে বাসটি লেভেল ক্রসিং এ আটকা পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হন আরও ৪ জন।
জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনটি সরানো হয়েছে। পরে সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।