নারায়ণগঞ্জে ট্রেন লাইনে উঠে পড়া একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত তিনজন যাত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় শহরের এক নম্বর রেল গেটে এই ঘটনা ঘটে। সদর থানার ওসি শাহজামাল ঘটনাস্থলে দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

আহত আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি শহরের ১ নম্বর গেটে আসলে ট্রেন লাইনে উঠে যাওয়া বাসে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে পড়ে। যানজটের কারণে বাসটি লেভেল ক্রসিং এ আটকা পড়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হন আরও ৪ জন।

জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনটি সরানো হয়েছে। পরে সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।