একদিন বাদে ২৭ ডিসেম্বর জন্মদিন বলিউডের ভাইজানের। দিনটিকে উদযাপন করতে তাই সপরিবারে মুম্বইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে ছুটে গিয়েছিলেন সালমান খান। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে সেখানেই সাপের ছোবল খান সালমান। সাথে সাথেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। খবর আনন্দবাজার পত্রিকার।
২৭ ডিসেম্বর পরিবার ও অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদ্যাপন করেন ‘ভাইজান’। তবে গত বছর জন্মদিনটি খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়ে ছিলেন তিনি।
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘অন্তিম’ ছবিতে। বর্তমানে চলছে ‘টাইগার থ্রি’র শুটিং। এ ছাড়া ক্যামিও রোল করছেন শাহরুখ খানের ‘পাঠান’ ও আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এ ছাড়া সম্প্রতি ‘রাজরঙ্গি ভাইজান’ সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন।