বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। ২৫৩ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে ছবিটি।

যুক্তরাষ্ট্রের ৪৩৩৬ টি হলে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। প্রথম দিনে চীন ছাড়াই বিশ্বব্যাপী ছবিটির আয় ৫৮৭.২ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে প্রথম তিন দিনে শুধু যুক্তরাষ্ট্রেই ছবির আয় ছাড়াবে ৫০০ মিলিয়ন ডলার।