'পুলিশই জনতা, জনতাই পুলিশ' মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই মন্ত্র নিয়ে ২০ শে ডিসেম্বর কামরাঙ্গীরচর থানায় ওপেন ডে হাউজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন লালবাগ জোন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এন রায় নিয়তি সহকারি পুলিশ কমিশনার লালবাগ জোন। অরও উপস্থিত ছিলেন ইনেসপেক্টর সিকদার মহিতুল আলম, ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর আলম, ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হোসেন।
এ ছাড়াও উপস্তিত ছিলো কামরাঙ্গীচর এলাকার স্কুল ও মাদ্রাসার শিক্ষকগন। শিক্ষকদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য বিষয় ছিল ইপ্টিজিং, বহিরাগতদের অনুপ্রবেশ ও ধুমপান। শিক্ষকগন তাদের ছাত্র–ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তারা বলেন ছাত্র–ছাত্রীরা স্কুল চলাকালীন সময় ক্লাস ফাঁকি দিয়ে বাহিরে ঘোরা ফেরা করে, ধুমপান করে এবং বহিরাগতের নিয়ে আড্ডা দেয়, এ বিষয়গুলো প্রসাশনের নজরে রাখলে ভালো হবে। শিক্ষকদের অভিমত শুনে কাউন্সিলরগন ও প্রশাসনিক কর্মকর্তারা বলেন ছেলে – মেয়েদের সব কিছু থেকে বিরত রাখতে হলে তাদের বিনদনের ব্যবস্থা করতে হবে। বিনদোন ও বাবা–মা'র বুন্ধত্য সুলভ আচরন দিয়েই সব সমস্যার সমাধান করা সম্ভব।