প্রথমবারের মত পর্দায় এক হবেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ, সালমান ও হৃত্বিক! এই তিন সুপারস্টারকে এক করার গুরু দ্বায়িত্ব পালন করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এই তিন সুপারস্টারকে একসঙ্গে নিয়ে একটি ‘স্পাই থ্রিলার’ তৈরি করার পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ব্যানারের অধীনে খুব শিগগির শুটিং শুরু হবে এই ছবির। তবে যশরাজের পক্ষ থেকে অফিসিয়ালি ছবিটি নিয়ে এখনো কোন মন্তব্য প্রকাশ পায়নি। যদিও ইতোমধ্যেই এর ঘনিষ্ঠরা ছবিটি নির্মাণের প্রসঙ্গ নিয়ে নানান কথা বলছেন।
আদিত্য চোপড়ার ভাষ্য মতে অনস্ক্রিন এই তিন চরিত্রের সাক্ষাৎ হওয়াটা দর্শকের কাছে হবে অনেকটা হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর মতো! যেখানে সব হিরোরা একত্রিত হন।
সব কিছু ঠিক থাকলে আসছে বছর প্রকল্পটি নিয়ে কাজ শুরু করবেন যশরাজ ফিল্মসের কর্ণধার।