চলছে শিল্পী সমিতির নির্বাচন। ভোটাররা ভোট দিচ্ছেন। ইলিয়াস-নিপুন ও মিশা-জায়েদ উভয় প্যানেলের নেতাকর্মীরাই উপস্থিত আছেন ভোটের মাঠে। মিশা এবং ইলিয়াস দুজনেই ভোট চাইছেন উপস্থিত ভোটারদের কাছে।

নির্বাচনের মাঠে দুই পক্ষই বলছেন, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। তবে ফলাফল যাই হোক, শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেমিশেই। শিল্পী সমিতির মূল লক্ষ্য এফডিসি, চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়ন বলেও জানান তারা।